অ্যাকসেসিবিলিটি লিংক

ইলিনয়ে এক ফুটবল মাঠে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে

২৭ জুন, বৃহস্পতিবার ইলিনয়ের এক ফুটবল মাঠে বিশাল গর্ত বা সিঙ্কহোল সৃষ্টি হয়েছে।

এই গর্তটি প্রায় ১০০ ফুট চওড়া ও প্রায় ৩০ ফুট গভীর। অ্যালটন ইলিনয়ের গর্ডন মুর পার্কের একটি বাতিস্তম্ভ এই গর্তে তলিয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, এক ভূগর্ভস্থ খনির উপর এই মাঠটি তৈরি করা হয়েছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে। (রয়টার্স)


XS
SM
MD
LG