অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা ঈদের ছুটি শেষে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন


নরেদ্র মোদী ও শেখ হাসিনা।
নরেদ্র মোদী ও শেখ হাসিনা।

ঈদুল আযহার ছুটি শেষে, আগামী ২১-২২ জুন দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেদ্র মোদী ও শেখ হাসিনা নিজ দেশে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে ভারতে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর।

এমন প্রেক্ষাপটে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঈদুল আযহাকে বহুসাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

ঈদের ছুটি শেষে, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের পর, নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন শেখ হাসিনা।

‘সই হতে পারে চুক্তি, সমঝোতা স্মারক’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২১-২২ জুন অনুষ্ঠেয় শেখ হাসিনার ভারত সফরে, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, চুক্তি সই রয়েছে হওয়ার কথা রয়েছে। এছাড়া সহযোগিতার কয়েকটি ক্ষেত্র নিয়ে ঘোষণাও আসতে পারে এই সফরে।

গত ৬ জুন রাতে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, শেখ হাসিনার ভারত সফরের সময় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মোমেন জানান, “দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কথা রয়েছে। পারস্পরিক সহযোগিতার কিছু ক্ষেত্রে, কিছু ঘোষণা আসতে পারে। আমরা এটা নিয়ে কাজ করবো।”

অন্যদিকে, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার (১৪ জুন) এক গোলটেবিল বৈঠকে বলেছেন, দুই দেশের মধ্যেকার সম্পর্ক জোরদার করার চ্যালেঞ্জ কাটাতে, গত ১৫ বছরে কূটনীতির বাইরে গিয়েও অনেক কাজ করা হয়েছে।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন। ওই দ্বিপক্ষীয় বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করেন তিনি।

“ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এখন পানির ন্যায্য হিস্যা আদায় করাটাই কাজ। দুই দেশের মধ্যে অনেক জটিল সমস্যার সমাধান করা গেছে। বাকিগুলোও করা যাবে;” প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বরাত দিয়ে বলেন শাহরিয়ার আলম।

XS
SM
MD
LG