অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে সাক্ষাত করলেন

বৃহস্পতিবার, ২ মে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করে ইউক্রেনের জন্য বার্ষিক সামরিক সহায়তা হিসেবে তিন বিলিয়ন পাউন্ড বা ৩.৭৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিলেন।

ক্যামেরন ২০১০ ও ২০১৬ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, এবং মাত্র কয়েক মাস আগে তাকে মূলধারার রাজনীতিতে ফিরতে দেখা গেছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিয়েভে দ্বিতীয় সফরে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সঙ্গেও সাক্ষাৎ করেন।

ব্রিটেনের শীর্ষ কূটনীতিক ক্যামেরন যুক্তরাষ্ট্র কংগ্রেসে দীর্ঘ বিলম্বিত ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাসকে স্বাগত জানান।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।


XS
SM
MD
LG