অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫ শতাংশ


বাংলাদেশের পোশাক শ্রমিক, প্রতীকী ছবি।
বাংলাদেশের পোশাক শ্রমিক, প্রতীকী ছবি।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে যে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ের তৈরি পোশাক রপ্তানি প্রায় ৫ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল শুক্রবার (৩ মে) বলেছেন, উল্লিখিত সময়ে তৈরি পোশাক রপ্তানি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

এ সময় তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৩,৮৫৮ কোটি ডলার থেকে বেড়ে ৪,০৪৯ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানান মহিউদ্দিন রুবেল ।

এদিকে, নিটওয়্যারের রপ্তানি হয়েছে ২,২৮৮ কোটি ডলার। এই খাতের প্রবৃদ্ধি ৯ দশমিক ১১ শতাংশ এবং ওভেন (বুনন জাতীয়) পোশাক রপ্তানি হয়েছে ১,৭৬২ কোটি ডলার। আর, এই উপখাতে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ০৩ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, ২০২৪ সালের এপ্রিলে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩২৯ কোটি ডলার। গত বছরের এপ্রিলের তুলনায় এই আয় ১ দশমিক ০১ শতাংশ বেশি।

XS
SM
MD
LG