অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে


বাংলাদেশ জাতীয় সংসদ ভবন।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় শুরু হয়েছে। এর আগে বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার। এবারের অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—আব্দুল মান্নান, আসাদুজ্জামান নূর, শহিদুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন নেছা।

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের পর এক মিনিট নীরবতা পালন ও মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে।

সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন এ বছরের ৩০ জানুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয়।

XS
SM
MD
LG