বুধবার, ১লা ফেব্রুয়ারী- হ্যালো ওয়াশিংটনের বিষয়: "অভিবাসির দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ও অভিবাসন নীতিমালা"। আলোচক ছিলেন বাংলাদেশ থেকে মানবাধিকার কর্মী আসিফ মুনীর, নিউইয়র্ক থেকে এ্যাটর্নী মইন চৌধুরী এবং নিউইয়র্ক থেকে অভিবাসন আইনজীবি নাসরীন আহমেদ।
সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক অভিবাসন ও ৭টি মুসলমান দেশের মানুষদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশর প্রশ্নে বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক নির্বাহী আদেশ জারি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঐ আদেশের বিরুদ্ধে বিক্ষোভসহ ভবিষ্যতে অভিবাসন আইনের সম্ভাব্য পরিবর্তন বা সংস্কার নিয়ে আলোচনা হয়।
বক্তারা তুলে ধরেন যুক্তরাষ্ট্রে মুসলমানসহ বিভিন্ন অভিবাসি সম্প্রদায়ের কোনো শংকা আছে কিনা। বাংলাদেশিদের এসব নিয়ে কোনো দুশ্চিন্তা আছে কিনা; যুক্তরাষ্ট্রের নারিকত্ব থাকলে কি হবে, গ্রীন কার্ডধারীদের অবস্থা কি, পর্যটক ভিসায় যারা আসছেন তাদের কোনো দুশ্চিন্তার কারন আছে কি না বা ভিসার মেয়াদ পার হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে কি গতে পারে; এসব নানা বিষয় নিয়ে আণোচনা হয়।